বিজেপির এজেন্ট হওয়ায় হামলা বিজেপি কর্মীর বাড়িতে, অভিযোগ অস্বীকার তৃণমূলের

এপ্রিল ০২, ২০২১ বিকাল ০৭:৪৪ IST
606719fd1f52d_WhatsApp Image 2021-03-22 at 17.26.58

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - বিজেপির বুথ এজেন্ট হওয়ায় রাতের অন্ধকারে এক বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল চন্দ্রকোনার গোয়ালসিনিতে। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সম্পন্ন হয়েছে বিধানসভা দ্বিতীয় দফার নির্বাচন। সেখানেই একটি বুথের এজেন্ট হয়ে ছিলেন গোয়ালসিনির সমীর সাঁতরা। আর সেই কারণেই ভোটের দিন রাতে একদল দুষ্কৃতি তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। বাড়িঘর ভাঙচুর চালায় এর পাশাপাশি বাড়ির মহিলাদের মারধরও করা হয় বলে অভিযোগ।    

খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ বাহিনী। আক্রান্ত পরিবারের সদস্যদের অভিযোগ, ভয়ে বাড়ি ঢুকতে পারেননি ওই বিজেপি এজেন্ট। চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফ থেকে। স্থানীয় তৃণমূল নেতা সুজয় পাত্রের দাবী, তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।

ভিডিয়ো

Kitchen accessories online