নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - ৪ জেলার ৩০ টি আসনে দ্বিতীয় দফার ভোট চলছে বৃহস্পতিবার। ভোটকেন্দ্র গুলোকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
বাঁকুড়ার ইন্দাসের রোল গ্রামে, কেন্দ্রীয় বাহিনী বুথ পরিদর্শনে গিয়ে লাঠিচার্জ করে বলে অভিযোগ। রোল হাইস্কুলের কাছে, গোপালনগর পশ্চিম পাড়া যুবসংঘ ক্লাবে, ৫-৬ জন যুবক জমায়েত করায়, তাদের উপর লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ক্লাবঘরে ওই যুবকরা ক্যারাম খেলছিল। ভোটের আবহে ১০০ মিটারের মধ্যে কোনোরকম জমায়েত করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। সেই প্রেক্ষিতেই যুবকদের উপর লাঠিচার্জ করা হয়।