পার্নোর রোড শো ঘিরে রণক্ষেত্র বরানগর

এপ্রিল ১৪, ২০২১ দুপুর ০৩:৪৩ IST
6076bd5d817a7_WhatsApp Image 2021-04-14 at 15.29.44

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – রোড শো ঘিরে তুমুল উত্তেজনা। বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পার্নো মিত্রের রোড শো ঘিরে উত্তপ্ত বরানগর এলাকা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। 

সূত্রের খবর, পার্নো মিত্রকে হেনস্থার করার পাশাপাশি বিজেপি কর্মীদের উপরও হামলার অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। অবশ্য এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের পক্ষ থেকে। 

          

   

ভিডিয়ো

Kitchen accessories online