বন্দুকের ভয় দেখিয়ে সরানো হল বিজেপি এজেন্টকে

এপ্রিল ২২, ২০২১ দুপুর ১০:৪০ IST
6081018c2bff3_WhatsApp Image 2021-04-22 at 10.23.22 AM

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - বৃহস্পতিবার সকাল থেকে ষষ্ঠ দফা বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তি সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। বিজেপি এজেন্টকে বন্দুক দেখিয়ে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগে উত্তপ্ত জগদ্দল এলাকা।

বিজেপি কর্মীদের অভিযোগ, তিন জন দুষ্কৃতী এসে, জগদ্দল ৭০A ভোটকেন্দ্রের বিজেপি এজেন্ট বিজয় রায়কে বুথে বসতে বাধা দেওয়ার পাশাপাশি বন্দুক দেখিয়ে ভয় দেখায়। দুষ্কৃতীদের শনাক্ত করতে পারেননি বিজেপি এজেন্ট।

ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দল এলাকায়। বিজেপি এজেন্টের নিরাপত্তার কথা ভেবে, তার পরিবারের লোকজন তাকে ভোট কেন্দ্রে বসতে দিতে চাইছেন না।

ভিডিয়ো

Kitchen accessories online