নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – শেষ বেলার প্রচারে উত্তপ্ত বরানহগর। প্রতিবাদে বিটি রোড অবরোধ করেছে বিজেপি সমর্থকরা। বিজেপি প্রার্থী পার্নো মিত্রের অভিযোগ, রোড শো-তে হামলা চালায় তৃণমূল।তাকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়েছে।মারধর করা হয়েছে একাধিক মহিলা কর্মী সমর্থকে।এছাড়াও পার্নো মিত্র জানিয়েছেন,গত 10 দিনের ও বেশি সময় ধরে বিজেপির মিছিলকে উদ্যেশ্য করে বিভিন্ন ভাবে কটূক্তি করতো তৃনমূলের লোকজনের।বিভিন্ন ভাবে হেনস্থাও করা হয়েছে।রাত হলেই কর্মীদের বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছিল।এসব কেন হবে?
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী তাপস রায় জানিয়েছেন, “হার নিশ্চিত জেনে নাটক করছে বিজেপি।“
প্রসঙ্গত, বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পার্নো মিত্রের রোড শো ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বরাহনগর। পার্নো মিত্রকে হেনস্থার করার পাশাপাশি বিজেপি কর্মীদের উপরও হামলার অভিযোগ উঠেছে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।