নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার - চা বাগানে গিয়ে জোরকদমে প্রচার সারছেন কালচিনি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশাল লামা। বিমল গুরুংয়ের ঘনিষ্ঠ বিশাল বিজেপি প্রার্থী হওয়ার পর কালিচিনি থেকে বিজেপি সমর্থক ও নেতৃত্বরা বিক্ষোভ প্রদর্শন করেছিল। এমনকি জেলা বিজেপি সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা এই প্রার্থীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন।
এরপর কেন্দ্রীয় নেতৃত্বকে মান্যতা দিয়েই নতুন উদ্যমে জেলা বিজেপি নেতৃত্বরা বিশাল লামার হয়ে প্রচারে মাঠে নেমেছেন। কালচিনি বিধানসভা কেন্দ্রে বেশীরভাগ আদিবাসী এং নেপালী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।
স্বাভাবিক ভাবেই এই সংখ্যালঘু মানুষদের ভোট টানতে মরিয়া তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তাই তাদের সঙ্গে জনসংযোগ বাড়াতে ছোটো ছোটো বৈঠক করেই প্রচার সারছেন বিজেপির এই প্রার্থী।