নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দ্বিতীয় দফা নির্বাচনে পাখির চোখ এখন নন্দীগ্রাম। নন্দীগ্রামের মাটি আঁকড়ে থাকার উদ্দেশ্যে, একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে তৃণমূল বিজেপির মধ্যে।
২৭ শে মার্চ, নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে, ৪১ জনের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গেরুয়া শিবির। দ্বিতীয় দফা ভোটের মুখে ফের বিজেপির একটি প্রতিনিধিদল, নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে, ১৪ জনের গ্রেফতারের আবেদন করেছে।
মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান সহ ১৪ জনের নামের একটি লিস্ট তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের হাতে। এছাড়াও নন্দীগ্রাম থানার ওসিকে অপসারণ করার দাবিও জানিয়েছে বিজেপির কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, প্রাক্তন রাজ্যপাল বিজেপি নেতা তথাগত রায় এবং শিশির বাজোরিয়া সহ বিজেপির প্রতিনিধি দল।