নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রবিবার রাখীবন্ধন উৎসব উপলক্ষে চেতলা রাখী সংঘের মাঠে রাখী উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার সকালে রাখী সংঘের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের সূচনা করেন পরিবহন মন্ত্রী। এরপর উৎসবে উপস্থিত ছোটো মেয়েদের কাছ থেকে রাখী পরেন ফিরহাদ হাকিম।
উৎসবে ব্রিটিশদের বঙ্গভঙ্গের প্রতিবাদে কবিগুরুর রাখী বন্ধন উৎসবের প্রসঙ্গ তুলে পরিবহন মন্ত্রী বলেন, "বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন। আর আজ স্বাধীনতার ৭৫ বছর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আবারও বাংলা কৃষ্টি-সংস্কৃতি রক্ষার জন্য লড়াই করছি"।
ফিরহাদ হাকিম আরও বলেন, "কবিগুরুর বাংলাতে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথেই থেকেছি এবং ভবিষ্যতেও এক সাথেই থাকব। আমরা বাঙালি ভাই-বোনরা এই শিক্ষাতেই বড়ো হয়েছি এবং আমরা এক সাথেই থাকতে চাই। কিন্তু এখন যে দলটা বাংলায় এসেছে তারা বাইরে থেকে এসেছে। তারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি জানেনা"।
পরিবহন মন্ত্রী অভিযোগ, "বাংলা থেকে যেহেতু বিজেপি কিছু পায়নি তাই আজ বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। উত্তরবঙ্গকে আলাদা করে সেখানে আলাদা মুখ্যমন্ত্রী করার চেষ্টা করছে। নিজেদের রাজনৈতিক লাভ করার জন্য উত্তরবঙ্গ নিয়ে রাজনীতি করছে"। ফিরহাদের আক্ষেপ, "এই রাজনৈতিক স্বার্থের জন্যই একদিন ভারতবর্ষ ভাগ হয়েছিল"।
এরপরই পরিবহন মন্ত্রী বলেন, "ভারতবর্ষ আবার ভাগ হোক এটা আমরা চাই না আর হতেও দেব না"। পাশাপাশি রাজ্য বিজেপির তৃণমূলকে তালিবানদের সঙ্গে তুলনা করার প্রসঙ্গে পরিবহন মন্ত্রী বলেন, "কাউকে তালিবান বললেই সে তালিবান হয়ে যায় না। তালিবানের মতন ব্যবহার করলে তবেই তালিবান হয়। যারা জ্বালিয়ে দেওয়া গুলি মারার কথা বলে তারাই আসল তালিবান"।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে
জানলা ভেঙে এক এক করে যাত্রীদের বের করে আনলো পুলিশ
দু বেলা অন্ন জোগাড় করতে গিয়ে নাজেহাল অবস্থা পাকিস্তানের সাধারণ মানুষের
বহুবার কবরস্থানের স্থায়ী কর্মী নিয়োগ সহ সংস্করণের দাবি জানিয়েও মিলছে না ফল , অভিযোগ স্থানীয়দের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম অপরিবর্তিত
রবিবার দশম রমজান