বুথ স্লিপের সাথেই মোদির ছবি দেওয়া বিজেপির সংকল্প পত্র বিলি, অভিযোগ দায়ের নির্বাচন কমিশনে

মার্চ ২৬, ২০২১ রাত ০৮:০৬ IST
605df0a63fc66_WhatsApp Image 2021-03-26 at 8.02.51 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম - ভোটের মুখে বিজেপির কর্মসূচি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঝাড়গ্রাম জেলার ১০ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা বিএলও এর বিরুদ্ধে অভিযোগ করেন।

ঝাড়গ্রামে বুথ স্লিপের সাথেই মোদির ছবি দেওয়া বিজেপির সংকল্প পত্র বিলি করা হয়েছে এলাকার প্রতিটি ঘরে ঘরে। স্থানীয় তৃণমূল কর্মী জানান, 'নির্বাচন কমিশন বিজেপির পক্ষপাতদুষ্ট, তার প্রত্যক্ষ নিদর্শন আজ নির্বাচন কমিশনের আধিকারিকদের ডেকে দেখানো হয়। এই ঘটনার তীব্র বিরোধিতা জানিয়ে ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের অপসারণের দাবি জানাচ্ছি'।

ভিডিয়ো

Kitchen accessories online