আবর্জনার গাড়িতে ডাই করা হল করোনায় মৃত দের দেহ

এপ্রিল ১৫, ২০২১ দুপুর ১১:২৯ IST
6077c915f259e_Screenshot_2021-04-15 Coronavirus ছবি দেখে ভয়ে কাঁপবে বুক আবর্জনার গাড়িতে শ্মশানে আসছে করোনার মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, রায়পুর – দ্বিতীয় পর্যায় করোনা আরও ভয়াবহ আকার ধারন করেছে ভারতে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় প্রতিদিন ভাঙছে রেকর্ড। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছেছে যে রাজ্যে রাজ্যে হাসপাতাল গুলিতে দেখা দিয়েছে বেডের অভাব, নেই অক্সিজেন, ভেন্টিলেটর। চোখের সামনে  মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে । শ্মশানে শ্মশানে পুড়ছে সার সার মৃতদেহ, কবরস্থান গুলিতে ফুরিয়ে আসছে জায়েগা। 

এই অবস্থায় ছত্তীসগড়ের রাজনন্দগাঁওয়ে দেখা গেল ভয়াবহ ছবি । পিপিই কিটসে মোড়া স্যানিটাইজেশন কর্মীরা করোনায় মৃত ব্যক্তিদের দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য একটি আবর্জনার গাড়িতে ডাই করে তুলছেন ।এমন ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। চিফ মেডিকেল হেলথ অফিসারকে প্রশ্ন করা হলে, তিনি সাফ জানান “গাড়ির ব্যবস্থা করা নগর পঞ্চায়েত ও মুখ্যমন্ত্রীর দপ্তরের দায়িত্ব।"

এদিকে ছত্তীসগড়ে মারাত্মক হারে বেড়েছে করোনার প্রকোপ। করোনা যুদ্ধে সামিল হতে রাজনন্দগাঁওয়ের প্রেস ক্লাব চত্বরকে কোভিড সেন্টার বানানো হয়েছে। লক্ষ্ণণহীন রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে সেখানে। ৩০টি শয্যার ব্যবস্থাও করা হয়েছে ।

ভিডিয়ো

Kitchen accessories online