নিজস্ব প্রতিনিধি, কলকাতা – করোনা বিধি কাটিয়ে রাজ্য সরকার বাস চালানোর অনুমতি দেওয়ার পর বৃহস্পতিবার থেকেই রাস্তায় নেমেছে সরকারি বাস গুলি। কিন্তু যাত্রী ভাড়া বাড়ানোর দাবিতে চলেনি বেসরকারি বাস।
বেসরকারি বাস সংস্থা গুলির দাবি ছিল। রাজ্যে করোনা পরিস্থিতে লকডাউনের কারনে বাস গুলি দীর্ঘদিন না চলায় অনেক যন্ত্রাংশ খারাপ হয়ে গেছে যা সারানো খরচা সাপেক্ষ। পাশপাশি পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া। অন্যদিকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর সরকারি সিদ্ধান্তে খরচা টুকুও উঠবেনা।
এই পরিস্থিতিতে সমস্যা মেটাতে সোমবার বেসরকারি বাস সংস্থার মালিকদের সঙ্গে বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই বৈঠকে আপাতত্ত বাস ভাড়া বাড়ানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে অক্টোবর মাস পর্যন্ত রোড ট্যাক্স মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “সাধারণ মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার”। পরিবহন দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে বলেও জানান ফিরহাদ হাকিম। যেহেতু পেট্রোল ডিজেলের দাম লাগাতার বাড়ছে তাই আগামি দিনে বেসরকারি বাস চালানোর ক্ষেত্রে কীভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে এই কমিটি রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট দেবে বলে জানান তিনি।
পাশপাশি বাস পরিষেবা চালুর প্রথম দিনই রেড রোডে ভয়াবহ দুর্ঘটনার কথা মাথায় রেখে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে পরিবহন দপ্তরের পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে বাজেট পেশ করা হবে বলেও জানান পরিবহন মন্ত্রী।