নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, আহত ৪

এপ্রিল ০৩, ২০২১ রাত ০৮:৩০ IST
60686a1f8425b_WhatsApp Image 2021-04-03 at 17.19.44

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - শনিবার সকাল ১০ টা নাগাদ বাগমুন্ডি ঝালদা শহরকে তপবন নদীর সামনে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে থাকা যাত্রীরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কুশল পল্লীতে ছুটি কাটাতে যাচ্ছিলেন। গাড়িতে যাত্রী সংখ্যা ছিল ৪। 

শনিবার সকালে ঝালদার দিক থেকে গাড়িটি আসার সময় ঠিক তপবন নদীর সেতুর ওপরে গাড়িটির সামনের একটি চাকা ফেটে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পিলারে এবং সঙ্গে সঙ্গে উল্টে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে বাগমুন্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসার পরে চিকিৎসকরা তাদের স্থানান্তর করেন রাঁচির হাসপাতালে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সেখান থেকে উদ্ধার করে এবং আহতদের পরিবার বর্গকে খবর দেওয়া হয়।    

ভিডিয়ো

Kitchen accessories online