মুখ্যমন্ত্রী একটি কেন্দ্র থেকেই লড়বেন

এপ্রিল ০২, ২০২১ বিকাল ০৭:৪৩ IST
606713937d385_IMG_20210402_18222474 606713939aa3f_IMG_20210402_18215741

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার দুপুরে বালুরঘাট রঘুনাথপুর বি এম হাইস্কুল সংলগ্ন একটি বেসরকারি লজে কর্মীদের নিয়ে বৈঠক করলেন রাজ্যসভার সাংসদ তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ এবং তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। 

এদিন বিপ্লব মিত্র ,অর্পিতা ঘোষের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি অরূপ কুমার সরকার, তপন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সহ অন্যান্যরা।

বৈঠক থেকে বিপ্লব মিত্র সাংবাদিকদের জানান, 'পশ্চিমবঙ্গের মানুষ ভেবেছিল তারা শান্তিপূর্ণ ভাবে এবং সুষ্ঠুভাবে ভোট দেবে কিন্তু কালকের পরিস্থিতি দেখে যা বুঝলাম সুষ্ঠুভাবে ভোট দেওয়ার কোন স্থিতি রাখেনি বিজেপি। কেন্দ্রীয় বাহিনীকে আনা হয়েছিল সাধারণ মানুষের সুরক্ষার জন্য। কিন্তু তাদের দেখা যায় বিজেপির নির্দেশে কাজ করতে। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করার যে কথা বলেন, তা সম্পূর্ণ মিথ্যে। তৃণমূলের আনা একটি অভিযোগও তিনি যাচাই করে না।' 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মঞ্চ থেকে মমতা ব্যানার্জি হেরে যাবে বলে, যে অন্য কেন্দ্র থেকে দাঁড়ানোর কথা বলেছেন তা সম্পূর্ণ ভুল। মমতা ব্যানার্জি একটি কেন্দ্র থেকেই লড়বেন। একজন প্রধানমন্ত্রী হয়ে এরূপ মিথ্যে উক্তি ওনার মুখে শোভা পায় না।

ভিডিয়ো

Kitchen accessories online