নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিক। কার্তিক হলেন পৌরাণিক দেবতা। পুত্র সন্তান কামনায় কনেকেই কার্তিক পুজো করে থাকেন। এছাড়াও সদ্য বিবাহিত দের বাড়িতে নিছক মজা করাতেও রাতের বেলায় অনেকে কার্তিক ফেলে আসে।
আজ ১৭ নভেম্বর ২০২১ বুধবার কার্তিক মাসের সংক্রান্তি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে - ৩০ কার্তিক, মঙ্গলবার। তিথি - ( শুক্লাপক্ষ) দ্বাদশী দিবা ৮ টা দুই মিনিট পর্যন্ত, পড়ে ত্রয়োদশী।
বলা হয় কার্তিক চিরকুমার, তিনি বিয়ে করেননি। কিন্তু কেনো এই উপাধি পেলেন তিনি এই নিয়েই সবার মনে অনেক প্রশ্ন আছে। প্রচলিত লোককথা থেকে জন্য যায়, একদিন এক দানবের পরাজিত করে কার্তিক বাড়ি ফিরছিল ঠিক তখনই এক রূপবতী দেবকন্যার সাথে তার দেখা হয়। দেব কন্যাটির নাম ঊষা। কার্তিক তাঁকে নিয়ে করতে চান এবং ঊষা সেই প্রস্তাবে রাজি ও হয়ে যান।
ঊষাকে সঙ্গে নিয়ে কৈলাসের কাছাকাছি পৌঁছনোর সময় তার মনে হয়, বাড়িতে বউ নিয়ে যাওয়ার আগে মায়ের সাথে কথা বলা উচিত। তাই ঊষা কে ধানক্ষেতে দাঁড় করিয়ে রেখে তড়িঘড়ি করে দুর্গার কাছে গিয়ে অনুমতি নেন। কিন্তু সেই অনুমতিও মা মন থেকে দিলেন কিনা সেই বিষয় তেই তার সন্দেহ ছিলো। যাইহোক বর সেজে ধানক্ষেতে ঊষার কাছে রওনা দেওয়ার সময় তার আচমকাই মনে পড়ে মা কে প্রণাম করা হয়নি। তাই আবারো বাড়ি গিয়ে মা কে খোঁজাখুঁজি করেন তিনি, খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে গিয়ে দেখেন তিনি মা তাড়াহুড়ো করে একটি মহিষের মাথা খাচ্ছেন। এমন তাড়াহুড়ো করে কেনো খাচ্ছেন টা জিজ্ঞেস করায় মা বলেন যে তার পুত্রবধূ বাড়ি ফিরে যদি তাঁকে খেতে না দেয় সেই আশঙ্খাতেই দুর্গা খাওয়া শুরু করে দিয়েছিলেন। মায়ের এমন কথা শুনে তিনি মনে দুঃখ পান এবং ঠিক করেন এইভাবে ঊষা কে বিয়ে করবেন না তিনি।
কার্তিকের এই প্রত্যাখানে ঊষা লজ্জায় পড়ে যান। তিনি ঠিক করেন ওই ধানক্ষেতেই লুকিয়ে থাকবেন তিনি। তাই কার্তিক মাসে আমন ধানের শিষ বেরোয়। ওই শিষই নাকি ঊষা। সেই কারণেই কার্তিক পুজোয় নতুন ধানের শিষ ব্যবহার করা হয়।
আম্বিকেয়, নমুচি, স্কন্দ, অগ্নিজ, বাহুলেয়, কুমারেশ, কুক্কুটধ্বজ নামেও কার্তিক গোটা দেশে পরিচিত। পশ্চিমবঙ্গ ছাড়াও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে , বিভিন্ন নামে কার্তিক পুজো হয়।
কার্তিকের আরাধনা করলে সংসারে বিভিন্ন ক্ষেত্রে সুফলতা লাভ হয় কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক আছে সেই কারণে দেব সেনাপতির আরাধনা করলে যশ, বল লাভ হয়। কার্তিক পুজো সূর্যের গতির উপর নির্ভরশীল। সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায় সেই দিন কার্তিক মাসের শেষ দিন পুজোর রীতি।
মূলত কার্তিক পুজো ঘরোয়া ভাবে হলেও বর্তমানে এখন কিছু কিছু জায়গায় বারোয়ারি ভাবে কার্তিক পুজোর প্রচলন হয়েছে গণেশ পুজোর মতো। উদাহরণস্বরূপ সেরকম ভাবেই গতকাল ভবানীপুরের ইয়ুথ ক্লাবের কার্তিক পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন মদন মিত্র।
যার থিম ছিলো ট্রয় ট্রেন। এই ব্যাটারির ট্রয় ট্রেনের থিমের মাধ্যমেই তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অভিযোগে প্রতিবাদ জানান। তাছাড়া চুঁচুড়ার বড়ো শীল বাড়িতে, পূর্ব বর্ধমানের কালনা ইত্যাদি জায়গায় বড়ো করে কার্তিক পুজো হয়ে আসছে।
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
জেনে নিন রাতে সহজেই ঘুমানোর জন্য কোন কোন যোগাসন করবেন
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
জন্মদিনে স্ত্রীর বিশেষ উপহার, মন জুড়িয়ে গেল জিতের