নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিধানসভা ভোট মরশুমে সিপিএমের পক্ষ থেকে বড় সিদ্ধান্ত। করোনা মারণ ভাইরাস ভয়ংকরভাবে থাবা বসাচ্ছে দেশের প্রতিটি কোনায়। এই পরিস্থিতিতে বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সাক্ষাৎকারে সিপিএমের পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম জানিয়েছেন, ‘সৃজনশীল পদ্ধতির মাধ্যমে প্রচার করা হবে। ছোট ছোট পথসভার ওপর জোর দেওয়া হবে। সামাজিক দূরত্ব মেনে, নেটমাধ্যমকে কাজে লাগিয়ে প্রচার করবেন প্রার্থীরা।’
শেষ তিন দফা ভোটে, সিপিএম কর্মীরা মাস্ক, স্যানিটাইজার ও করোনা বিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার সিদ্ধান্ত নিয়ে সেলিম জানিয়েছেন, "যেখানে ভোট হবে সেইসব জায়গায় একই ভাবে গত এক বছর ধরে আমরা যে পরিষেবা দিয়েছি, তা আমরা করব। আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, বাস্তব পরিস্থিতি মেনে সবাইকে সচেতন করা এবং অসহায় মানুষের কাছে যাওয়া, মানুষের হক নিয়ে লড়াই করা। রেশন ও খাদ্য পৌঁছে দেওয়ার মতো কাজ করব।’
করোনার উদ্বেগজনক পরিস্থিতিতে রাজনৈতিক দল হিসেবে সিপিএম প্রথম মানবিক পদক্ষেপ গ্রহণ করায়, জনসাধারণের প্রশংসা কুড়িয়েছে বামফ্রন্ট। সিপিএমের এই সিদ্ধান্তের কথা জানিয়ে মোহাম্মদ সেলিম বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, চার দফায় ভোট হয়ে গিয়েছে। পঞ্চম দফার ভোট প্রচার শেষ লগ্নে, আগামী দফার নির্বাচনের প্রচারে বড়সড় ভিড় না করার। হইচই পাকানোর মতো কিছুই করা হবে না। বরং বহৎ প্রচারে না গিয়ে মানুষকে সচেতন করার ওপর জোর দেব আমরা।’