নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যজুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছিল গেরুয়া ঝড়। বিজেপির শীর্ষ নেতৃত্বদের ডেইলি প্যাসেঞ্জারী করে জাঁকজমকপূর্ণ প্রচার করতে আসা, নজর কেড়েছিল সাধারণ মানুষের। দলে দলে মানুষ যোগদান করেছিল পদ্ম শিবিরে। বহু কাঠখড় পুড়িয়েও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে ক্লিন বোল্ড করে দেন গেরুয়া শিবিরকে। বঙ্গ ভোটে বিজেপির ২০০ পার করার স্বপ্ন ধুলিস্যাৎ হয়েছে, রাজ্যজুড়ে বজায় রয়েছে সবুজ ঝড়। ফলে ফের তৃণমূলে আসার হিড়িক শুরু হয়েছে বঙ্গে। এই পরিস্থিতিতে শনিবার পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, দলত্যাগীদের ক্ষমা করে দেওয়া উচিত বলে জানিয়েছেন।
বিধানসভা নির্বাচনে জয়লাভের পর শনিবার শাসক দলের মেগা সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। দলে ফেরত আসার দাবি জানানো নেতৃত্বদের সম্পর্কে এই বৈঠকে আলোচনা করার জল্পনা থাকলেও আদতে তা হয়নি। সাংগঠনিক বৈঠকে দলবদলুদের জন্য কোনরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ফিরহাদ হাকিম জানিয়েছেন, “এটা দলের ব্যাপার। এটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়। দল যা সিদ্ধান্ত নেবে সেটা আমাদের সবাইকে মানতে হবে। যারা দলে ফেরার জন্য আবেদন করেছে তাঁদের ক্ষমা ঘেন্না করে দিলে ভাল হয়। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নেতৃত্ব। আজকে গেলাম কালকে ফিরে এলাম, এটা তো দল। এটা তো মন্দির নয়, যে যে ইচ্ছে, যখন ইচ্ছা এসে ঘণ্টা বাজিয়ে যাবে। তবে, আমি বলব, যারা ভুল করেছে, যারা অনুতপ্ত, তাঁদের কিছুদিন সময় দেখে নিশ্চয় একটা সময় ক্ষমা করবেন। তবে, আমি নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারি না। বা সিদ্ধান্ত জানাতে পারি না। কারণ আমি দলের অনুগত সৈনিক।"
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ