বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত চারটি বাড়ি

এপ্রিল ১৪, ২০২১ দুপুর ১১:৪৩ IST
607683f6ee1ca_Screenshot_2021-04-14 শিবগঞ্জে আগুনে পুড়ল ৪ বাড়িসহ গরু-ছাগল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা – মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণখালী এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে চারটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তিনটি গরু ও একটি ছাগল। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর কর্ণখালি এলাকায় রান্নাঘরের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই এলাকার সালাউদ্দিন, সুমন আহমেদ ও আলালের বাড়ি-ঘর পুড়ে যায়। সেই সঙ্গে অগ্নিদগ্ধ হয় গোয়ালঘরে থাকা তিনটি গরু ও একটি ছাগল। 

দমকলের শিবগঞ্জ বিভাগের দমকল কর্মী হাসদা শঙ্কর জানান, “আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওযার পথে কানসাটের ধোপপুকুর এলাকায় গিয়ে জানতে পারি এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরে আমরা ফিরে আসি।"  

ভিডিয়ো

Kitchen accessories online