অমৃতবাজারের বিশেষ প্রতিবেদন - বহু প্রতিক্ষার পর আজ থেকে খুলে গেল এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন। শ্রীনগরের জাবারওয়ান পাহাড়ের পাদদেশে থাকা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, আজ থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হল। এই টিউলিপ গার্ডেন এর প্রাক্তন নাম সিরাজবাগ।
২০০৮ সাল থেকে, প্রতিবছর মার্চ মাসের ২৫ তারিখে এই বাগানটি খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। বাগানটি উদ্বোধন করা হয় ২০০৮ সালে। তৎকালীন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ এটির উদ্বোধন করেন।
প্রতিবছরের মতো এবছরও বিবিধ ফুলের সম্ভার নিয়ে সেজে উঠেছে টিউলিপ গার্ডেনটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে, টিউলিপ গার্ডেনের খুলে যাওয়ার খবর প্রকাশ করেন।
বৃহস্পতিবার ট্যুইটারের মাধ্যমে টিউলিপ গার্ডেনে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। কাশ্মীরে ঘুরতে আসা পর্যটকদের কাছে, এই সময় উপরি পাওনা হয়ে দাঁড়ায় টিউলিপ গার্ডেনটি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, “সুযোগ পেলেই জম্মু ও কাশ্মীরে যান ও টিউলিপ উৎসবের সাক্ষী থাকুন। টিউলিপ ছাড়াও জম্মু ও কাশ্মীরের মানুষের উষ্ণ অভ্যর্থনা পাবেন আপনি।”
২০২১ সালে এখনো পর্যন্ত মাত্র ২৫% ফুল ফুটেছে। বর্তমানে বাগানটিতে ৬২ প্রকারভেদের ১৫ লক্ষ ফুল ফুটেছে।
প্রসঙ্গত, করোনা মহামারী বাড়বাড়ন্তের ফলে গত বছর থেকে বন্ধ ছিল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনটি। করোনার সুরক্ষা বিধি মেনে আজ থেকে আবার প্রবেশ করা যাবে বাগানটিতে।
অমৃতবাজারকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ বাগানে উপস্থিত দর্শকরা জানান, তারা খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত বাগানের সৌন্দর্য উপলব্ধি করতে পেরে।
তিনি দেবতা হিসেবে সেরকম গুরুত্ব না পেলেও সবচেয়ে জনপ্রিয় কাহিনী হলো হারকিউলিসের সঙ্গে তাঁর যুদ্ধ কাহিনী
এটি বিশ্বের বৃহত্তম শিব লিঙ্গের মধ্যে একটি, যার উচ্চতা প্রায় ১২৬ ফুট
কি কারণে গির্জাটিকে স্থানান্তরিত করা হয়, দেখে নিন তার ইতিহাস
রহস্যপ্রেমী জন্য বিশেষ ঠিকানা ও আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এই স্থান
প্রায় ৪৯৫ বছর আগে নির্মিত হয়েছিল
মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং শিমলার প্রধান শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত
এই মঠটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০০ মিটার উচ্চতায় অবস্থিত
এটি ১৬৭২ সালে লাদাখি রাজা সেঙ্গে নামগিয়ালের দ্বারা পুনরায় প্রতিষ্ঠা হয়েছিল
এটি শিলং শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত একটি
এটি ১৭৫২ সালে নির্মাণ করা হয়েছে
রোমাঞ্চকর অভিজ্ঞতা পেটে অবশ্যই ঘুরে আসুন এখানে
অনেকেই মনে করেন যে এই মন্দিরেই স্বয়ং ভগবান শিবের বাস
আগরতলা থেকে ২০০ কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত
কলকাতার খুব অসম্ভাব্য ভুতুড়ে জায়গাগুলির মধ্যে একটি