নিজস্ব প্রতিনিধি, কোচবিহার – বুধবার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জনসভা করেন তৃণমূল নেত্রী।
এই জনসভায় তৃণমূল নেত্রী বলেন বিজেপি-কে আক্রমণ করে বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার সব ব্যাংক বন্ধ করে দিচ্ছে। লাইফ ইনস্যুরেন্স ৭৫% বিক্রি করে দিয়েছে। এবার স্বরাষ্ট্র মন্ত্রকটাকেই বিক্রি করে দেবে। আগেই করতে চেয়েছিল আমাদের জন্য আটকে আছে। এবার জিতলে দেশের নিরাপত্তা বাহিনী প্রাইভেটাইজেশন করে দেবে।”
মমতা কটাক্ষ করে বলেন, “বিজেপি তো কোচবিহার-এর ইতিহাস জানে না কোচবিহারে জিততে গেলে কিছু ইতিহাস তো জানতে হবে। রাজা নিপেন্দ্রনাথ কেই তো চেনে না।”
তৃণমূল নেত্রী কোচবিহার-এর মানুষদের উদ্দেশ্যে বলেন, “অসম থেকে গুন্ডা এনে ভোট করতে দিলে দেবেন? যদি দেন তাহলে অসমের মত আপনাদেরও ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে।” এরপর মমতা আরও বলেন, “কিন্তু আমি থাকতে সেটা হতে দেব না। আমি আপনাদের পাহারাদার।” দলের প্রার্থী ও কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, “যদি গুন্দাগিরি করে, কারও গায়ে হাত দেয় তবে থানায় ডাইরি করবেন। আর মার খাওয়া অবস্থায় এলাকায় ঘুরবেন।”