সুজাতা হামলা কাণ্ডে ফের রিপোর্ট তলব করেন নির্বাচন কমিশন

এপ্রিল ০৮, ২০২১ বিকাল ০৬:০২ IST
606ef5aa5b4e6_e36da3ea116a

নিজস্ব প্রতিনিধি, হুগলী -  সুজাতার উপর হামলা কাণ্ডে পুলিশের কাছে ফের রিপোর্ট তলব করলেন নির্বাচন কমিশন। পুলিশের রিপোর্টে বাঁশ নিয়ে তাড়া করার কথা উল্লেখ ছিল না, বলে জানান নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, আরামবাগে তৃতীয় দফা ভোটের দিন সুজাতা খাঁ‘র উপর গ্রামবাসীরা আচমকাই লাঠি, পাথর নিয়ে হামলা করে। তৃণমূল সমর্থকদের ভোটদানে বাঁধা দেওয়া হচ্ছে শুনে এলাকা প্রদর্শনে যায় সুজাতা খাঁ। তখনই তাকে বিজেপি কর্মী সমর্থকেরা এলাকাই ঢুকতে বাধা দেয় এবং তার মাথায় বাঁশ দিয়েও মারা হয়। নির্বাচন কমিশনের কাছে এই ঘটনার বিরূদ্ধে জানানো হলে তিনি এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠান। 

ভিডিয়ো