নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - শীতলকুচি জোড়পাটকি ১২৬ নম্বর বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের এবং আহত ৪। আহত ৪ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাথাভাঙ্গা হাসপাতালে।
ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই শীতলকুচি ঘটনার পর্যবেক্ষকের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, আপাতত শীতলকুচি ১২৬ নম্বর বুথে ভোট গ্রহণ স্থগিত রাখা হবে। কমিশনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ভোটগ্রহণ।