নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - সপ্তম দফায় নির্বাচন হবে দক্ষিণ দিনাজপুর জেলার সবকটি বিধানসভা কেন্দ্রে। তার আগে বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেওয়া সেরপা ও গঙ্গারামপুর থানার আইসি-কে সঙ্গে নিয়ে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন করেন নির্বাচনী অবজারভার এস. নটরাজন।
বুথ পরিদর্শনে বেরিয়ে প্রথমে গঙ্গারামপুর ব্লকে ছোট একটি মিটিং করেন নির্বাচনী অবজারভার এস. নটরাজন। তারপরেই গঙ্গারামপুর বিধানসভার বিভিন্ন বুথ পর্যবেক্ষণ করেন তিনি। বুথে সমস্ত কিছু ঠিক রয়েছে কি না তা তিনি খতিয়ে দেখেন।
সংবাদ সূত্রের খবর গঙ্গারামপুর বিধানসভায় এবার পাঁচটি মহিলা চালিত নির্বাচনী বুথ হতে চলেছে। বুথগুলি হল গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় তিনটি, গঙ্গারামপুর গার্লস উচ্চ বিদ্যালয়ের একটি ও গঙ্গারামপুর রবীন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একটি বুথ। বৃহস্পতিবার এই বুথগুলি বিশেষত পরিদর্শন করেন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী অবজারভার এস. নটরাজন।