নিজস্ব প্রতিনিধি, প্যারিস - অতিমারি করোনার জেরে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আগামী ১৬ জুলাই আবার খুলে দেওয়া হবে আইফেল টাওয়ার। বৃহস্পতিবার প্যারিসের এই বিখ্যাত স্থাপত্যের অপারেটর একথা জানিয়েছেন।
খবরে জানানো হয়েছে, নির্মাণ কাজ চলছে এমন কিছু স্থান বাদে টাওয়ারটির সকল ফ্লোরে দর্শক দের প্রবেশের সুযোগ থাকবে।
২০২৪ সালের অলিম্পিক গেমস উপলক্ষে আইফেল টাওয়ারকে ভীষণ ভাবে দৃষ্টি নন্দন করতে এই ঐতিহাসিক স্থাপত্যটির ব্যাপক সংস্কার করা হচ্ছে। অপারেটর জানান, প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন দর্শক সংখ্যা ১০ হাজার জনে সীমাবদ্ধ রাখা হবে। এই সংখ্যা কোভিড পূর্ববর্তী পর্যটকের সংখ্যার অর্ধেকেরও কম।