নিজস্ব প্রতিনিধি, ক্যালিফোর্নিয়া - চলতি মাসের ২৫ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে ৯৩ তম অস্কার। তার আগে অ্যাকাডেমি প্রকাশ করল এ বছর অস্কারের প্রেজেন্টারদের নাম। তালিকাতে রয়েছেন দেশ-বিদেশের অস্কারজয়ী ও মনোনীত ব্যক্তিত্বরা।
বং জুন-হো, হ্যালি বেরি, অ্যাঞ্জেলা ব্যাসেট, ব্রায়ান ক্র্যানস্টন, ওয়াকিন ফিনিক্স সহ এক ঝাঁক তারকার নাম রয়েছে প্রেজ়েন্টারদের তালিকায়। এবারের অস্কার অনুষ্ঠিত হতে চলেছে ডলবি থিয়েটার এবং লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে। করোনা পরিস্থিতিতে অস্কার কমিটি কি কি সাবধানতা অবলম্বন করে সেটাই এখন দেখার বিষয়।