নিজস্ব প্রতিনিধি, মুম্বাই – করোনায় বাবা মাকে হারানো শিশুদের দায়িত্ব নিলো মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকারের নারী ও শিশু সুরক্ষা দফতরের পক্ষ থেকে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
নারী ও শিশু সুরক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, দেশে ১৫৭২ জন শিশু করোনা সংক্রমণের ফলে তাদের বাবা মাকে হারিয়েছে। এদের মধ্যে ৯৮ জন শিশু বাবা-মা উভয়কেই হারিয়ে অনাথ হয়ে গেছে। এদের মধ্যে থেকেই ৫৭৭ জন শিশু গত ৫৫ দিনের মধ্যে তাদের বাবা-মাকে হারিয়েছে।
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৯৮ জন শিশু তাদের বাবা-মা দুজনকেই হারিয়েছে। এই সংখ্যাটা ভবিষ্যতে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
মহারাস্ট্রের থানের শিশু সুরক্ষা দফতরের অফিসার রামকৃষ্ণ রেড্ডি এই প্রসঙ্গে জানিয়েছেন “আমরা এই সব শিশুদের খুঁজে বের করে তাদের সাথে কথা বলেছি। এবং তাদের মধ্যে বেশিরভাগ শিশু এই হঠাৎ বদলে যাওয়া জীবনে ধাতস্ত হতে পারেনি। বেশিরভাগ বাচ্চাই আতঙ্কিত”।
রেড্ডি জানিয়েছেন, “এদের মধ্যে ৭-১৭ বছরের ১০ জন শিশু বাবা-মা উভয়কেই হারিয়ে পরিবারের কাছে আছে”।
রেড্ডি আরও জানিয়েছেন, “কিছুদিন পর লকডাউন উঠে গেলে আসল সমস্যা শুরু হবে। কারন বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের লোকজন প্রথমে বাচ্চাদের খুব যত্ন করে কিন্তু পরবর্তীকালে যখন স্কুলে যাওয়ার সময় হয় তখন বাচ্চারা অবহেলার স্বীকার হয়। এমনকি অনেক ক্ষেত্রে বাচ্চাদের উপর অত্যাচারও করা হয় এবং শিশু পাচার চক্রের শিকার হয় বাচ্চারা”।
প্রসঙ্গত ইতিপূর্বেই মহারাষ্ট্র সরকার রাজ্যের ৩৬টি জেলার প্রতিতেই ১০ জন করে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এই টাস্ক ফোর্সই করোনায় বাবা-মা কে হারানো শিশুদের চিহ্নিত করে তাদের তালিকা তৈরি করছে।
এছাড়াও বাল সঙ্গোপন যোজনায় এই সব বাচ্চাদের মাসিক ১১০০ টাকা করে দেওয়া হবে বলে জানানাও হয়েছে।
বেশ কিছু রাজ্য ইতিমধ্যেই জানিয়েছে, তারা করোনায় অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের ৫০০০ করে টাকা দেবে। এইসব বাচ্চাদের পড়াশোনার খরচও বহন করবে রাজ্য সরকার। মহারাষ্ট্র সরকার এই বিষয়ে জানিয়েছে তালিকা সম্পূর্ণ হলে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ