নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি - ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১.৬৯ লাখ। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ১,৫২,৮৭৯ জন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল প্রায় ১.৩৩ কোটিতে। ২৪ ঘণ্টায় মৃত ৮৩৯। করোনার দ্বিতীয় প্রবাহ যে ক্রমশঃ শক্তিশালী হয়ে উঠছে তা বলাই বাহুল্য।
৩২ দিন ধরে টানা ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সক্রিয় রোগীর সংখ্যা ১১,০৮,০৮৭ জন। জানা যাচ্ছে, প্রায় ৮.২৯ শতাংশ হারে বাড়ছে রোগী। দেশের সুরক্ষা ব্যাবস্থা বাড়াতে একাধিক রাজ্যে সোমবার থেকে লকডাউন সহ নিষেধাজ্ঞা জারি হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফ রুখতে মহারাষ্ট্রে লকডাউন জারির ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। লকডাউন জারি করলে সমাজের বিভিন্ন অংশের মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব পড়বে। সেই সমস্ত অংশের মানুষের জন্য আর্থিক প্যাকেজ চূড়ান্ত করতে রবিবার বৈঠক করেছেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তবে টানা লকডাউউন হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
শনিবার গভীর রাতে অরবিন্দ কেজরিওয়াল নতুন নির্দেশিকা জারি করেছে। পরবর্তী আদেশ অবধি সমস্ত সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ। দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) জারি করা নতুন নির্দেশিকা অনুসারে, সমস্ত সিনেমা, থিয়েটার এবং মাল্টিপ্লেক্সগুলিকে তাদের আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত খোলার অনুমতি দেওয়া হবে।
দিল্লির সুইমিং পুলগুলি বন্ধ থাকবে। দিল্লি মেট্রো এবং ডিটিসি এবং ক্লাস্টার বাসগুলি ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে। কলেজ, কোচিং প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। বিয়েতে আমন্ত্রিত করতে হবে ৫০ শতাংশ।
অন্যদিকে, উত্তরপ্রদেশে ধর্মীয়ে স্থানে ৫ জনের বেশি প্রবেশ করতে পারবেন না। অফিসে ৫০ শতাংশ নিয়ে কাজ করতে হবে। মধ্যপ্রদেশে ১১ জেলায় সপ্তাহান্তে লকডাউন জারি করা হয়েছে। কর্ণাটকের ৭ শহরে ১০ দিনের জন্য নাইট কার্ফু জারি করা হয়েছে। রাত ১০ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত চলবে ১৪৪ ধারা।
জেনে নিন মদ খাওয়া ছাড়ার জন্য কোন কোন যোগাসন করবেন
জেনে নিন হিমোফিলিয়া রুখতে কোন কোন যোগাসন করবেন
Together, We Can Cure Cancer , মিশনকে সামনে রেখে ক্যান্সারের বিরুদ্ধে চলছে লড়াই
জেনে নিন হাড়ের ক্ষয় রোধ করার জন্য কোন কোন যোগাসন করবেন
জেনে নিন বয়সকালে কম বয়স দেখানোর জন্য কোন কোন যোগাসন করবেন
জেনে নিন পেটের চর্বি কমানোর জন্য কোন কোন যোগাসন করবেন