রবিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ

মে ১৭, ২০২১ দুপুর ১০:৪৮ IST
60a1fa8a727d0_covid-19 red alert

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি – দেশে দৈনিক করোনা সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে দৈনিক মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে পাওয়া সর্ব শেষ খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১ জন।

এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৫ লক্ষ ১৬ হাজার ৯৯৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৯ লক্ষ ৬৫ হাজার ৪৬৩ জন। এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৭৬ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ৩৯০ জনের। 

দেশে এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ১৮ কোটি ২৯ লক্ষ ২৬ হাজার ৪৬০ জনের।

ভিডিয়ো

Kitchen accessories online