রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা পেরলো ৫ হাজার

এপ্রিল ১৫, ২০২১ দুপুর ১১:১০ IST
6077c7f5e7b78_Screenshot_2021-04-13 covid 19 west bengal - Google Search(1)

নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বুধবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হলেন প্রায় ৬ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে রাজ্যে সুস্থতার হার ক্রমেই হচ্ছে নিম্নমুখি। উদ্বেগ বাড়িয়েছে রাজ্যে ক্রমাগত বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা। 

স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টাতে এই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮৯২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ২৪ জনের। সুস্থতার হার ৯৩.১৬%।

স্বাস্থ্যদপ্তর সুত্রে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহর কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬০১ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এখানে করোনা আক্রান্ত হয়েছেন ১২৭৭ জন। দক্ষিন ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৭ জন। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৩৩০ জন। বীরভূমে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩২৯ জন। ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে করোনা আক্রান্ত হয়েছেন ১০৯ জন।

ভিডিয়ো