নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - সোমবার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ রায়ের সমর্থনে জনসভা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জনসভায় উপস্থিত ছিলেন কৃষ্ণ দাস, মোশারফ হোসেন, অভিজিৎ সিনহা, বিমল বর্মন, জয়দীপ দেব সহ আরও অনেক ব্যক্তিবর্গ।
জনসভায় বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা ছোট দল হলেও মানুষ আমাদের পাশে আছে। আপনাদের সভা দেখুন আর তৃণমূল কংগ্রেসের সভা দেখুন। বিজেপি দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশ থেকে নেতাদের ভাড়া করে আনছে, আর সভাস্থল ফাঁকা। চায়ের দোকানেও এর থেকে বেশি ভিড় হয়।"