"দেশের মানুষকে করোনার টিকা থেকে বঞ্চিত রাখছেন প্রধানমন্ত্রী", মন্তব্য অভিষেকের

এপ্রিল ১২, ২০২১ দুপুর ০৪:৪৬ IST
60742857023a7_IMG-20210412-WA0051

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং - সোমবার ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ছোটন কিসকুর সমর্থনে জনসভা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

জনসভায় উপস্থিত ছিলেন রঞ্জন সরকার, বিকাশ সরকার, কাজল ঘোষ, অলক চক্রবর্তী, সুস্মিতা সেনগুপ্ত সহ আরও অনেক ব্যক্তিবর্গ।

জনসভায় বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, "এখন আপনারা ধর্মে ধর্মে বিভাজন করে রাজনীতি করতে চাইছেন। আপনারা করুন মানুষ এর জবাব দিয়ে দেবে।"

ভিডিয়ো

Kitchen accessories online