ফ্লাইওভারের তলায় চলছে স্কুল

এপ্রিল ১৫, ২০২১ দুপুর ১১:১০ IST
607741d1d6af6_20210415_005527 607741e15cac6_20210415_005541

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি - ময়ূর বিহার পর্ব ১-এ ফ্লাইওভারের তলায়  প্রতিষ্ঠিত হয় একটি স্কুল। আশেপাশের বস্তি এলাকার থেকে শিশুদের নিয়মিত শিক্ষা প্রদান করার জন্য একদল যুবক বিগত বেশ কয়েক বছর ধরে এই বাচ্চাদের পড়ানোর জন্য এই স্কুল তৈরি করে।

কোভিড -১৯ এর কারণে স্কুলগুলি বন্ধ থাকায় বর্তমানে তাদের প্রশিক্ষণের প্রতিক্রিয়াও ভালো।

এখানকার একজন শিক্ষক দীপকবাবু জানান, 
"নার্সারি-কেজি থেকে দশম শ্রেণি পর্যন্ত আমরা এখনও পর্যন্ত আড়াইশো ছাত্র-ছাত্রীদের পেয়েছি। সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ক্লাস চলে। বর্ষাকালে বৃষ্টির কারণে পড়ানোর ব্যাঘাত ঘটে বলে আমরা ফ্লাইওভারের তলায় আশ্রয় নিয়েছি।
প্রথমে ডিডিএর কাছ থেকে কিছুটা অসুবিধার মুখোমুখি হতে হয়েছিল তবে এখন সেই সমস্যা নেই।"

ভিডিয়ো

Kitchen accessories online