নিজস্ব প্রতিনিধি- ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দ্বিতীয় পর্যায় দেশে করোনা পরিস্থিতি প্রতিদিনই তৈরি করছে নতুন রেকর্ড। তবে সংক্রমণের এমন বাড়বাড়ন্ত করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের জন্যেই কিনা সেটা এখনও স্পষ্ট নয়। তবে এই দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের মধ্যে দেখা দিচ্ছে তিনটি নতুন উপসর্গ।
এই উপসর্গ গুলি হলঃ-।
ক) গোলাপি বর্ণের চোখ -
করোনা সংক্রমণের নতুন উপসর্গ হলো গোলাপি চোখ। চিনে করা একটি সমীক্ষা অনুযায়ী, গোলাপি চোখ অথবা কনজেক্টিভাইটিস করোনা সংক্রমণের নতুন উপসর্গ। গোলাপি চোখের মধ্যে লাল ফোলাভাব দেখা দিচ্ছে। আর চোখে জলও আসছে। এই সমীক্ষায় অংশগ্রহণকারী মোট ১২ জন করোনাভাইরাসের নতুন স্ট্রেনে সংক্রামিত হয়েছেন।
খ) শ্রবণ ক্ষমতা কমছে -
নতুন উপসর্গ গুলির মধ্যে দ্বিতীয়টি হল আক্রান্তদের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। মোট ৫৬ জন আক্রান্তকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে । এর মধ্যে প্রায় ২৪ জন শ্রবণ ক্ষমতা হারিয়েছে।
গ) হজম শক্তির ক্ষতি হচ্ছে -
তৃতীয় উপসর্গ হিসেবে ডায়রিয়া, বমিভাব, পেট ব্যথার সমস্যা হচ্ছে। হজম শক্তির ক্ষতি হচ্ছে।
এই কারণে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন কেউ যদি হজম সমস্যায় ভোগেন, তাহলে করোনা পরীক্ষা করিয়ে নিন।
জেনে নিন যৌনরোগ দূর করতে কোন কোন যোগাসন করবেন
জেনে নিন দৃষ্টিশক্তি বাড়াতে কোন কোন যোগাসন করবেন
জেনে নিন অন্তঃসত্ত্বা অবস্থায় কোন কোন যোগাসন করবেন
জেনে নিন দ্রুত উচ্চতা বাড়ানোর জন্য কোন কোন যোগাসন করবেন