নিজস্ব প্রতিনিধি, কলকাতা - গত বুধবার হুগলীর বলি এলাকার নিজের বাড়ি থেকে ঘরের পোশাকেই নিখোঁজ হয় বছর বারোর ছাত্রীটি। রান্না ঘরে কাজ করতে করতে কিশোরীটির মা একাধিক বার ডাকাডাকি করে না পায়ে ঘরে এসে দেখেন মেয়ে ঘরে নেই। এর পরেই শুরু হয় খোঁজাখুঁজি। পাগলের মতো কিশোরীটির দাদা স্টেশনের পর স্টেশনে গিয়ে গিয়ে খোঁজ শুরু করে। শেষে প্রশাসনের দ্বারস্থ হয়। সমস্ত থানায় সতর্কতা জারি করে খোঁজ শুরু হয় মেয়েটির।
অবশেষে শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগণার মল্লিকপুর স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়। আটক করা হয় তার সাথে থাকা এক যুবককে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে পালানোর পর বৃহস্পতিবার এক বান্ধবীর সাথে বেশ কিছুক্ষন কথা বলে মেয়েটি। ফোন ট্যাব করে তার থেকেই কিছু সূত্র পান তদন্তকারী দল।
এছাড়াও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ফোনের মাধ্যমে অভিযুক্ত যুবকের সাথে বন্ধুত্ব হয় মেয়েটির। তদন্তের জাল গোটাতে গিয়েই পুলিশ জানতে পারে মেয়েটি হৃদয়পুরে রয়েছে। তৎক্ষণাৎ বালি থানার ওসি অনির্বান চক্রবর্তী সহ অনন্য পুলিশরা হৃদয়পুর রওনা দেন। সেখান থেকেই উদ্ধার হয় কিশোরী ও যুবকটি।
উদ্ধারের পর কিশোরীর থেকে পুলিশ জানতে পারে,গত কয়েকদিন আগে ফোনে পরিচয় হয় তাদের,তারপর বন্ধুত্ব। বন্ধুত্ব মোড় নেয় প্রেমে।আর সেই নেশাতেই বাড়ি থেকে জামাকাপড় গুছিয়ে পালিয়ে যায় এই ছাত্রীটি। বাড়িথেকে পালানোর পর প্রথমে হাওড়া স্টেশনে, তারপর শিয়ালদহ থেকে পার্ক সার্কাস হয়ে হৃদয়পুরে এক ভাড়া বাড়িতে তারা ওঠে।
তবে একের পর এক কেন ঠিকানা বদল সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। এছাড়াও এই ঘটনায় শুধুমাত্র কি প্রেমযোগ নাকি অন্য কোনো চক্র যুক্ত সেটাই খতিয়ে দেখছে প্রশাসন।
রতনকুঠির সিবিআই কার্যালয়ে চলে জিজ্ঞাসাবাদ
মাতব্বরদের ভয়ে জরাজীর্ণ গ্রামবাসী
ভিনরাজ্যের এক রাজনৈতিক নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নওশাদের , দাবি পুলিশের
পুলিশি তল্লাশি অভিযানে মিলল প্রায় ৩৩ লক্ষ টাকা
বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হবে , দাবি অনুব্রতর আইনজীবীর
কোনও সরকারি সংস্থায় কাজ করার উপযুক্ত নয় , সিবিআই অফিসার সোমনাথ বিশ্বাসের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে কড়া বার্তা বিচারপতির
বিশ্বভারতীতে ছাত্রদের উপর জুলুম চলছে , দাবি মমতার
বাড়িতে ডিম খেলেও কেন্দ্রীয় দল , আমার মুখ বন্ধ করা যাবে না , আমি বলবোই , গর্জন মমতার
দলমা পাহাড়ের নীচের অরণ্য যেন সৌন্দর্যের আঁতুড়ঘর
জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষ সরকারি সুবিধা পাচ্ছে , দুয়ারে সরকার আমরা তৈরি করেছি এই জন্যই , দাবি মুখ্যমন্ত্রীর
পুলিশ কেসের ভয়ে বিনা চিকিৎসায় বাড়িতে ফেলে রেখে মৃত্যু শিশুর
ঘরের ভিতরে কি করে বোমা , ঘটনার তদন্তে পুলিশ
গোটা প্রকল্পের তত্ত্বাবধানে থাকছে জাপানের কোম্পানি
শাহিন চুরি করেছে, দাবি নেটিজেনদের
চলতি বছরে এখনও পর্যন্ত তিনটি শতরান ও একটি দ্বিশতরান করেছেন এই পঞ্জাবতনয়