নিজস্ব প্রতিনিধি, কলকাতা - গত বুধবার হুগলীর বলি এলাকার নিজের বাড়ি থেকে ঘরের পোশাকেই নিখোঁজ হয় বছর বারোর ছাত্রীটি। রান্না ঘরে কাজ করতে করতে কিশোরীটির মা একাধিক বার ডাকাডাকি করে না পায়ে ঘরে এসে দেখেন মেয়ে ঘরে নেই। এর পরেই শুরু হয় খোঁজাখুঁজি। পাগলের মতো কিশোরীটির দাদা স্টেশনের পর স্টেশনে গিয়ে গিয়ে খোঁজ শুরু করে। শেষে প্রশাসনের দ্বারস্থ হয়। সমস্ত থানায় সতর্কতা জারি করে খোঁজ শুরু হয় মেয়েটির।
অবশেষে শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগণার মল্লিকপুর স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়। আটক করা হয় তার সাথে থাকা এক যুবককে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে পালানোর পর বৃহস্পতিবার এক বান্ধবীর সাথে বেশ কিছুক্ষন কথা বলে মেয়েটি। ফোন ট্যাব করে তার থেকেই কিছু সূত্র পান তদন্তকারী দল।
এছাড়াও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ফোনের মাধ্যমে অভিযুক্ত যুবকের সাথে বন্ধুত্ব হয় মেয়েটির। তদন্তের জাল গোটাতে গিয়েই পুলিশ জানতে পারে মেয়েটি হৃদয়পুরে রয়েছে। তৎক্ষণাৎ বালি থানার ওসি অনির্বান চক্রবর্তী সহ অনন্য পুলিশরা হৃদয়পুর রওনা দেন। সেখান থেকেই উদ্ধার হয় কিশোরী ও যুবকটি।
উদ্ধারের পর কিশোরীর থেকে পুলিশ জানতে পারে,গত কয়েকদিন আগে ফোনে পরিচয় হয় তাদের,তারপর বন্ধুত্ব। বন্ধুত্ব মোড় নেয় প্রেমে।আর সেই নেশাতেই বাড়ি থেকে জামাকাপড় গুছিয়ে পালিয়ে যায় এই ছাত্রীটি। বাড়িথেকে পালানোর পর প্রথমে হাওড়া স্টেশনে, তারপর শিয়ালদহ থেকে পার্ক সার্কাস হয়ে হৃদয়পুরে এক ভাড়া বাড়িতে তারা ওঠে।
তবে একের পর এক কেন ঠিকানা বদল সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। এছাড়াও এই ঘটনায় শুধুমাত্র কি প্রেমযোগ নাকি অন্য কোনো চক্র যুক্ত সেটাই খতিয়ে দেখছে প্রশাসন।
আজ সকালে আদালতের নিষেধাজ্ঞার জেরে ভবনের সামনে থেকে ফিরতে হয় এসএসসি-র সচিবকে
প্রমাণ লোপাটের সম্ভাবনা রুখতে পদক্ষেপ গ্রহণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
নির্দিষ্ট সময়ের মধ্যেই সিবিআই দফতরে উপস্থিত কেষ্ট
মে মাসে পরপর ৩ বার বড় ধাক্কার সম্মুখীন মধ্যবিত্তরা
জেনে নিন পার্পল ক্যাপের দৌড়ে থাকা বোলারদের তালিকা
জেনে নিন অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা ব্যাটসম্যানদের তালিকা
শীর্ষে আছে গুজরাত টাইটান্স
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
বিস্তারিত দেখুন
বৃহস্পতিবার সকাল ১০ টায় হাজিরা দিতে চান অনুব্রত
প্রমাণ লোপাটের আশঙ্কায় মামলাকারীদের আবেদনে রাতেই শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
লখনউ সুপার জায়ান্টস - ২১০/০ (২০) কলকাতা নাইট রাইডার্স - ২০৮/৮ (২০)
বেনজিরভাবে রাতেই শুনানি শুরু কলকাতা হাইকোর্টে
সেনসেক্স ও নিফটির সূচক উভয়ই নিম্নমুখী
প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতির হানায় মৃত্যু মহিলার