নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি – দ্বিতীয় পর্যায়ের ভয়াবহ করোনা সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি। এরই মধ্যে দেশে তৃতীয় পর্যায়ের সংক্রমণের সতর্কতা দিয়েছেন বিশেষজ্ঞরা। এমনকি তৃতীয় পর্যায়ে শিশু কিশোররা বেশি আক্রান্ত হবে বলেও সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। এবার তৃতীয় পর্যায়ের সংক্রমণ নিয়ে আরও বিপজ্জনক সতর্কবার্তা দিলেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই দেশে ফের ভয়াবহ রূপ নিয়ে আছড়ে পড়বে মারণ ভাইরাস। এবার এই সতর্কবার্তা দিলেন এইমস প্রধান।
তৃতীয় পর্যায়ের সংক্রমণ আরও বেশি ভয়াবহ হওয়ার নেপথ্যে মূলত করোনার ডেল্টা প্লাস স্ট্রেইন বলে মনে করছেন ডঃ গুলেরিয়া যা করোনার অন্যান্য স্ট্রেইন ডেল্টা, আলফার চেয়ে অনেক বেশি মারণ ক্ষমতাসম্পন্ন হতে চলেছে। এই নতুন স্ট্রেইন ফের কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, তার কোনও আন্দাজ এখনও পাননি চিকিৎসকরা। ফলে এই নিয়ে ক্রমশই বাড়ছে উদ্বেগ।
ডেল্টা প্লাস স্ট্রেইনকে রুখতে এইমস প্রধানের পরামর্শ, “যথাযথ জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে বুঝতে হবে, ঠিক কেমন চরিত্র ভাইরাসের এই নয়া রূপের। মনোক্লোনাল চিকিৎসা এতে প্রযোজ্য হবে কিনা সেটাও দেখার বিষয়। সবচেয়ে আগে যেটা করা প্রয়োজন, সেটা হল দেশের গবেষণাগারগুলিতে যাতে ঠিকমতো সব পরীক্ষা হয়, সেদিকে জোর দেওয়া। এই ধাক্কা সামলাতে প্রয়োজন আরও দক্ষ করোনা যোদ্ধাদের। কারণ, এটা এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে।”
পাশাপাশি তৃতীয় পর্যায়ের সংক্রমণ রুখতে টিকাকরণে জোর দিয়ে ডঃ গুলেরিয়া বলেন, “টিকাকরণ একটা বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে দেশের মাত্র ৫ শতাংশ লোকের টিকাকরণ হয়েছে, যা মোটেই সন্তোষজনক নয়। দ্রুত দেশবাসীর টিকা বড়ই প্রয়োজন। এই হার না বাড়ালে আগামী দিনগুলোয় অনেকেরই সংক্রমণের আশঙ্কা থাকছে”।
এছাড়াও বেশ কয়েকমাসের লকডাউনের পর দেশ জুড়ে আবার শুরু হয়েছে আনলক প্রক্রিয়া । এই প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করেছেন ডঃ গুলেরিয়া । তাঁর কথায়, “লকডাউনের পর এই যে আনলক পর্ব, তাতেই করোনা বিধি একধাক্কায় ভেঙে ফেলার আশঙ্কা থাকে। আমরা প্রথমবারের থেকে কিছুই যে শিখিনি, দ্বিতীয় পর্যায়ে তা বোঝা গিয়েছে। ফলে করোনার তৃতীয় ধাক্কা এড়াতে সকলেই খুব সাবধানতা অবলম্বন করবেন এটা আশা করা যায় না। তবে অবশ্যই যথাযথ বিধি মেনে ভিড়, জমায়েত এড়িয়ে চলতে পারলে তৃতীয় পর্যায়ের মোকাবিলা করা অনেকটাই সহজ হবে।”
মাঝ রাস্তায় দাঁড় করিয়ে জওয়ানকে গুলি করে খুন
'উনি যে অর্পিতার বাড়িতে যেতেন, সেটা টালিগঞ্জের লোক বলছে', সৌগতকে পাল্টা তোপ দিলীপের
বাবা লোকনাথের মাথায় জল ঢালতে কচুয়া ধামে সাংসদ নুসরত জাহান
পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় দ্বারস্থ হলেন বিধায়িকা
মিনি ট্রাকে করে নানুর থেকে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছিল
'নতুন জীবন শুরু হচ্ছে' - সোশ্যাল মিডিয়ায় পোস্ট চাহালের
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা
শাহনওয়াজ হোসেনের পিটিশন খারিজ করলো দিল্লি হাইকোর্ট
শহীদ ২২ জওয়ানের পরিবারদের ৭ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য
সাক্ষাতের পর মমতার উচ্চ প্রশংসা স্বামীর
বৃহষ্পতিবার দুই দলের তরফেই এই ব্যাপারে নিশ্চিত করা হয়
মুম্বাই সিটি এফসি - ৪
ভারতীয় নৌবাহিনী - ১
জঙ্গি হানার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট
হিংসার পথে কোনও উন্নয়ন সম্ভব নয় , আত্মসমর্পণ করে বার্তা কেএলও জঙ্গির
১৫ নয় , ১৮ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল নদীয়া জেলা , স্বীকৃতি চেয়ে জেলা প্রশাসনের দারস্থ নেতাজি ব্রিগেড