নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – রবিবার নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে জনসভা করেন। শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণ চলাকালীন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৫ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে তৃণমূল রবিবার রাজ্য জুড়ে কালাদিবস পালন করছে। তৃণমূল নেত্রী নিজে এই প্রতিবাদে সামিল হয়ে গলায় কালো ওড়না জড়িয়ে রাজগঞ্জের সভা স্থলে পৌঁছন।
শীতলকুচির ঘটনার পরিপ্রেক্ষিতে রাজগঞ্জের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, “ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। মানুষ যখন শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে যাচ্ছে, সেখানে জোর করে মুখ বন্ধ করে দেওয়ার, ভোট বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। শীতলকুচিতে ইচ্ছাকৃত ভোটের লাইনে গুলি চালিয়ে ২০-২৫ বছর বয়সের ৫ জনকে মেরে ফেলা হয়েছে। আমি এলাকায় গিয়ে পরিবার গুলোর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমাকে এলাকায় ঢুকতে দেওয়া হল না। আমাকে আটকে দেওয়া হল। কোথায় আটকাবে আমাকে? আমি রয়্যাল বেঙ্গল টাইগার।”
শীতলকুচির ঘটনায় সরাসরি নাম করে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আক্রমণ করেন মমতা। এই ঘটনায় অমিত শাহকে দায়ী করে তৃণমূল নেত্রী বলেন, “অমিত শাহ চক্রান্ত করে এই পুরো ঘটনা ঘটিয়েছে, আর নরেন্দ্র মোদি ক্লিনচিট দিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। হেরে গিয়েছে বলেই এখন বোমা চালাচ্ছে, গুলি চালাচ্ছে।"
রাজগঞ্জ এর সভা থেকে মমতা গর্জে উঠে বলেন, “গুলির দাম বেশি না ব্যালটের? বুলেটের বদলা ব্যালটে চাই।” মমতা আরও বলেন, “আমরা বদলা নেব। আমার কাছে ভিডিও আছে। চ্যালেঞ্জ করে বলছি ওদের পার্টির লোকেরা নির্দেশ দিয়েছে বুকে গুলি করতে। যাকে খুশি তাকে দায়িত্ব দিয়ে রেখেছে ভোট সামলানোর। এটা লজ্জা।"