নিজস্ব প্রতিনিধি, কলকাতা – প্রায় দেড় মাস পর করোনা বিধি শিথিল করে গণপরিবহনের অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু প্রথম দিনই পর্যাপ্ত বাসের অভাবে যাত্রী দুর্ভোগের শিকার হয়েছেন রাজ্যবাসী। পরবর্তী দুদিনেও বেসরকারি বাস রাস্তায় না নামায় চিত্রটা বদলায়নি। এই পরিস্থিতিতে বাসের সমস্যা মেটাতে সোমবার বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
বৃহস্পতিবার থেকে বিধি নিষেধ কাটিয়ে রাস্তায় নেমেছে প্রায় ৪ হাজার সরকারি বাস। কিন্তু বেসরকারি বাস মালিকদের দাবি দীর্ঘদিন লকডাউনে বাস না চলায় বাসগুলির বহু যন্ত্রাংশ খারাপ হয়ে গেছে। অন্যদিকে জ্বালানি তেলের দামও আকাশ ছোঁয়া। তার উপর করোনা বিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালালে নুন্যতম খরচটাও উঠবে না। এই পরিস্থিতিতে যাত্রীভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়।
এদিকে লকডাউনে ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ। যাত্রীভাড়া বাড়িয়েছে ক্যাব সংস্থা ওলে ও উবের। এই পরিস্থিতে বাস না মেলায় চরম যাত্রী দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই সমস্যার সমাধানের জন্য সোমবার বাস মালিকদের সঙ্গে বৈঠক ডেকেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
শনিবার পরিবহন মন্ত্রী বলেন, “পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে। তাই ওঁরাও সমস্যায় পড়েছেন। আমাদেরও বাস চালাতে অসুবিধা হচ্ছে। তবু সাধারণ যাত্রীদের কথা তো ভাবতে হবে। আমরা বারবার করে ওঁদের অনুরোধ করেছি বাস নামাতে। না হলে সরকার কঠোরতর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সোমবার বাস মালিকদের বৈঠকে ডাকা হয়েছে।”
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ