নিজস্ব প্রতিনিধি, কোচবিহার – শীতলকুচি কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে, বুধবার মাথাভাঙায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০টায় মাথাভাঙ্গা পৌঁছন তৃণমূল নেত্রী।
শহিদদের শ্রদ্ধা জানাতে মাথাভাঙা হাসপাতালের পাশের মাঠে তৈরি করা হয়েছে শহিদ মঞ্চ। সেখানেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, মৃত বিজেপি কর্মী আনন্দ বর্মনের পরিবারের সঙ্গেও দেখা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আনন্দ বর্মনের পরিবারের সঙ্গে তৃণমূলের তরফে যোগাযোগ করা হলে, তারা জানিয়ে দেয়, তৃণমূল নেত্রীর কোনও সাহায্য তাঁরা চান না।
শহিদ পরিবারগুলির সঙ্গে দেখা করার পর তৃণমূল নেত্রী নির্বাচনী প্রচারে জলপাইগুড়ি যাবেন। জলপাইগুড়িতে বুধবার পর পর তিনটি জনসভা করবেন তৃণমূল নেত্রী।