নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সোমবার থেকে শুরু হচ্ছে অভিশপ্ত পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কাজ। ২০১৬ সালের ৩১ মার্চ নির্মীয়মাণ পোস্ত উড়ালপুল ভেঙে ২৮ জন মারা যান। এরপর ৫ বছরেরও বেশি সময় পর এই উড়ালপুল ভেঙে ফেলার কাজ শুরু হচ্ছে। সোমবার পোস্তা ক্রসিং থেকে নবাব লেন পর্যন্ত প্রায় ৫০ মিটার দীর্ঘ অংশ ভাঙার কাজ শুরু হওয়ার কথা।
পাশাপাশি সেতু ভঙ্গার কাজ চলাকালীন স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে নবান্ন এবং সল্টলেকের কেএমডিএ দপ্তর থেকে বিপর্যস্ত সেতু ভাঙার কাজে নজরদারি করার জন্য একটি বিশেষ অ্যাপ চালু করছে পুর ও নগরায়ন দপ্তর। এই অ্যাপের মাধ্যমে নবান্ন থেকে মুখ্যসচিব রাইটস, কেএমডিএ-সহ স্বয়ং পুরমন্ত্রী ২৪ ঘণ্টা পোস্তার সেতু ভাঙার কাজে নজরদারি করতে পারবেন।
শনিবার সেতু ভাঙার প্রস্তুতি খতিয়ে দেখে পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, “সবার আগে সাধারণ মানুষের সুরক্ষা ও নিরাপত্তা। তাই ভাঙা শুরুর আগে সমস্ত সুরক্ষা বিধি মজবুত করে নিচ্ছে কেএমডিএ। বস্তুত এই কারণেই সেতুর চারপাশ ও নিচের অংশ সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে। অ্যাপের মাধ্যমে ওই সিসিটিভির ফুটেজ আমাদের সবার মোবাইলে পৌঁছে যাচ্ছে।”
শনিবার বৃষ্টির মধ্যেই সেতু ভাঙার প্রস্তুতি খতিয়ে দেখতে পোস্তায় যান চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন কেএমডিএ’র সিইও অন্তরা আচার্য ও শীর্ষ ইঞ্জিনিয়াররা। সেতু ভাঙার আগে এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ও শব্দদূষণ রোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখেন মন্ত্রী। চন্দ্রিমা জানান, “লাগাতার বৃষ্টির মধ্যেও ২৪ ঘণ্টাই অতি সতর্কতার সঙ্গে কাজ করছেন রাইটস ও কেএমডিএ’র অফিসার ও ইঞ্জিনিয়াররা।”
সেতু ভাঙার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে সেতুর নিচে গাড়ি চলাচল বন্ধের পাশাপাশি ট্র্যাফিক রুট পরিবর্তন করে ক্রেন ও ভারী মেশিন বসানো হয়ে গিয়েছে। বেশ কিছু অংশে লেজার দিয়ে ‘টি’ আকৃতির ইস্পাতের বিম কাটা হতে পারে। কারণ, এই পদ্ধতিতে শব্দ অনেক কম হয় বলে জানানো হয়েছে।
মোট চারটি ধাপে বিপর্যস্ত সেতুটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্পূর্ণ সেতুটি ভাঙা ও ভগ্নস্তূপ অপসারণে কেএমডিএ’র খরচ পড়বে ১৬ কোটি টাকা।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ
বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২তে মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির , আহত ৫
যখন কোনো দলীয় কর্মসূচিতে যাই, তখন কারোর ক্যারেক্টার সার্টিফিকেট দেখতে পাই না , দাবি সায়নীর
আবাস যোজনায় দুর্নীতি , দলীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরলেন তৃণমূল কর্মীরা