নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - রাজ্যের সভাপতির সঙ্গে দেখা করতে না পেরে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতা ইন্দ্রনীল গোস্বামী। এদিন মঙ্গলবার বর্ধমানে দলের জেলা কার্যালয়ে দিলীপ ঘোষের বৈঠকে ঢুকতে পারেননি বলে জানান যুব নেতা।
অভিযোগ, দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে বর্ধমানে যান দিলীপবাবু। সেখানে দফতরে প্রবেশ করতেই তার সাথে প্রবেশ করার চেষ্টা করেন ইন্দ্রনীল। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দেন। এরপরই কার্যত কান্না করে তুমুল চিৎকার শুরু করেন তিনি। তখন সামনেই দাঁড়িয়ে ছিলেন দিলীপ ঘোষ। ফলে যুব নেতার এমন কান্ড দেখে তিনি বলেন, 'সিন ক্রিয়েট করছে।' এরপরই যুব নেতা জানিয়েছেন, 'দিলীপ ঘোষ আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। আমার বাড়িতে খেয়েছেন তিনি। দলের হয়ে কাজ করি বলে আমার বাড়ি তৃণমূল বারবার ভাঙচুর করেছে। আর আজ জেলা সভাপতির বাছাই করা কতগুলো দুর্নীতিগ্রস্ত লোককে নিয়ে বৈঠক করছেন তিনি। এরকম চললে বিজেপি সংগঠন ছেড়ে দেবে।' এছাড়াও বৈঠকে ঢুকতে চাওয়ায় রাজ্য নেতা রাকেশ তিওয়ারি হাত কেটে প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে দাবি করেন দলীয় যুব নেতা।
এই ঘটনার প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক ডঃ কৌশিক ব্যানার্জি জানিয়েছেন, "জেলা কার্যকারিনী বৈঠকে কখনো যুব নেতাকে ঢুকতে দেওয়া হয় না। কিছু নির্দিষ্ট ব্যক্তিরাই থাকে যারা এই বৈঠকে প্রবেশাধিকার পান। তবে যুব নেতার এমন কার্যকলাপ নিয়ে জেলা সভাপতির সঙ্গে কথা বলবেন বলে জানান দলীয় নেতা।
এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কর্মীদের
শনিবার দ্বিতীয় রমজান