নিজস্ব প্রতিনিধি, কলকাতা - আজ পয়লা বৈশাখ। গতবছর লকডাউনের মধ্যে নববর্ষ এলেও, এবারে করোনা আবহেই বর্ষবরণ করছে বাঙালী। মন্দিরে মন্দিরে সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন পড়েছে। প্রথা মেনে হচ্ছে হালখাতা অনুষ্ঠান।
ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন পড়েছে কালীঘাটে মন্দিরে। মন্দিরের নির্দেশিকা অনুসারে সবাইকে মাস্ক পরতে দেখা গিয়েছে ঠিকই, কিন্তু সামাজিক দুরত্ব বিধি মানতে দেখা যায়েনি কাউকে।
অন্যদিকে তারাপীঠ মন্দিরেও নববর্ষের সকালে প্রচুর ভক্তসমাগম লক্ষ করা গেছে। হাতে হালখাতা নিয়ে, পুজার ডালা হাতে, সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছেন পুন্যার্থীরা। তবে কাউকেই স্বাস্থ্য বিধি মানতে দেখা যায়েনি। পুন্যার্থীদের মুখে নেই মাস্ক, শারীরিক দূরত্বও চোখে পড়েনি।