নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে জনসভা করেন ।
এই জনসভায় তৃণমূল নেত্রী কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, “কাল কে এসে বলে গেছে ওরা এনআরসি চায় না। তাহলে এনআরসি কে চায়? অসমে আগামী কাল থেকে আবার ডিটেনশন ক্যাম্পের নোটিশ দিতে শুরু করেছে। যেই ভোট হয় গেছে অমনি ডিটেনশন ক্যাম্পের নোটিশ পাঠাচ্ছে। আমি এখানে এনআরসি হতে দেব না”।
বাংলার মা বোনেদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বলেন “আপনারা যদি ডিটেনশন ক্যাম্পে না যেতে চান, তাহলে ভোট টা তৃণমূল কে দেবেন। প্রত্যেকে ভোট দেবেন যাতে ভোটার লিস্টে কারোর নাম বাদ না যায়। মনে রাখবেন আমি আপনাদের পাহারাদার। আমি কোনও গুন্দাবাজের চৌকিদার নই, আমি কোনও দাঙ্গাবাজের চৌকিদার নই। আমি বাংলার মানুষের পাহারাদার”।
তৃণমূল নেত্রী শীতলকুচি কান্ডেও এইদিন বিজেপির সমালচনা করে বলেন “ভোটের লাইনে গুলি করে লোক মেরে, বলছে বেশ করেছি। ক্লিনচিট দিতে লজ্জা করেনা? একেবারে বুকের উপর দিয়ে গুলি চালিয়েছে”। মমতা আরও বলেন “যা ব্যবস্থা করার করব, বিপদের সময় পরিবার গুলোর পাশে দাঁড়াবো। পরিবার গুলোর দায়িত্ব আমার। সিআরপিএফ শহিদ জগনাথের পরিবারের দায়িত্বও আমার”।