"নিজেরাই দলীয় পতাকা পুড়িয়েছে", কটাক্ষ মলয় মুখোাধ্যায়ের

এপ্রিল ০৫, ২০২১ দুপুর ০৩:১৫ IST
606ad54c4516e_IMG_20210405_14453091 606ad54c51c1f_IMG_20210405_14421016

নিজস্ব প্রতিনিধি, বীরভূম - বীরভূম বিধানসভা ভোটের যেখানে আর হাতেগোনা কয়েকদিন বাকি তৃণমূল-বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। 

দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটাপালং গ্রামে শনিবার রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, "বিজেপি নিজেরাই নিজেদের পতাকা পুড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। এটা বিজেপির একটি পন্থা। ওরা বুঝতে পেরেছে ওদের পায়ের নীচ থেকে মাটি সরে গেছে। আমরা এই ঘটনার পুলিশি তদন্ত চাইছি।" 

ভিডিয়ো

Kitchen accessories online