“এদের ব্যান করা উচিত", মন্তব্য তৃণমূল নেত্রীর

এপ্রিল ১২, ২০২১ দুপুর ০৩:৫১ IST
607412654be74_WhatsApp Image 2021-04-12 at 14.04.53

নিজস্ব প্রতিনিধি, নদীয়া – সোমবার নির্বাচনী প্রচারে নদীয়ার রানাঘাটে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই জনসভায় তৃণমূল নেত্রী শীতলকুচির ঘটনায় বিজেপি নেতাদের বক্ত্যবের তীব্র সমালোচনা করে বলেন, “রাজনীতি করা মানে গুলি চালানোর অধিকার দেওয়া নয়। রাজনীতি করা মানে বুঝে শুনে কথা বলা। রাজনীতি করা মানে সমাজের সেবা করা। ৫ টা লোককে গুলি চালিয়ে মেরে দিল। আর বিজেপির লোকজন বলছে ৮ জনকে গুলি করা উচিত ছিল, সবাইকে মেরে দেওয়া উচিত ছিল, সবাইকে মেরে দাও, বুকে গুলি চালিয়ে দাও। এদের ব্যান করা উচিত। লজ্জা নেই। ওদের কেউ ক্ষমা করবেন না।”  

ভিডিয়ো