"এই লড়াইটা আমাদের থেকেও বেশি আপনাদের সকলের লড়াই", মন্তব্য অভিষেকের

এপ্রিল ১৪, ২০২১ বিকাল ০৫:৫৯ IST
6076d9250fb75_WhatsApp Image 2021-04-14 at 17.28.58

নিজস্ব প্রতিনিধি, নদীয়া – বুধবার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ণালী দে রায়ের সমর্থনে জনসভা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।  

সভায় উপস্থিত ছিলেন দেবাঞ্জন গুহ ঠাকুরতা, আনন্দ দে, প্রশান্ত সরকার, পিন্টু দত্ত, রতন সাহা, শ্যামসুন্দর ঘোষ সহ আরও অনেক ব্যক্তিবর্গ।

জনসভায় বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, ”একটা মহিলার সঙ্গে লড়তে গিয়ে আপনাদের এরকম ল্যাজে গোবরে অবস্থা হচ্ছে কেন? তাবড় তাবড় নেতা যাদের চোখে দেখা যেত না তারা এখন সকাল-বিকেল ডেলি প্যাসেঞ্জারি করছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে।“ 

ভিডিয়ো

Kitchen accessories online