“এটা একটা বড় রাজনৈতিক যুদ্ধ”, ঝাড়গ্রামের সভায় মন্তব্য তৃণমূল নেত্রীর

মার্চ ১৭, ২০২১ দুপুর ০৩:৫৯ IST

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম -  বুধবার ঝাড়গ্রামের লালগড়ে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লালগড়ের এই জনসভায় তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন “গতবার ঝাড়গ্রামে বিজেপি জিতেছিল কিন্তু জেতার পর গত দুই বছরে কিচ্ছু করেনি”। বিজেপি কে লুঠেরার সরকার আখ্যা দিয়ে তিনি বলেন “বিজেপি ক্ষমতায় এলে সব লুথ করবে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ নারী নির্যাতনে প্রথম। বাংলায় মা বোনেরা নিরাপদ। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে বাংলার মা বোনেদের সম্মান লুঠ করবে। নিজের ধর্ম পালন করতে দেবেনা। ধর্ম লুঠ করবে”।

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন “আগে আপনারা যা কাজ করতেন তার চার গুন বেশি কাজ এবার করতে হবে। এটা একটা বড় রাজনৈতিক যুদ্ধ। আমার কাছে খবর আছে ভোটের ৪-৫ দিন আগে রেলে চেপে ভোট লুঠ কর্রত বহিরাগত গুন্ডারা আসবে। তাদের ভোট লুঠ করতে দেবেননা।“

সভার শেষে তিনি কলকাতার উদ্দেশে রওনা হন। আজ বিকেল ৫ টায় তিনি কালীঘাটে  তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন তিনি।

ভিডিয়ো

Kitchen accessories online