ব্যাঙ্ক থেকে এবার গোবর্ধন পাওয়া যাবে

এপ্রিল ০৯, ২০২১ দুপুর ০৩:২৯ IST
60701d57bebfc_WhatsApp Image 2021-04-09 at 14.41.37

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - শুক্রবার নির্বাচনী প্রচারে শক্তিগড়ের কাছে বর্ধমান উত্তর ও বর্ধমান দক্ষিনের তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী

এই জনসভায় তৃণমূল নেত্রী বিজেপির সমালোচনা করে বলেন, “বিজেপি শুধু গোবর্ধন দিচ্ছে। বলছে ব্যাঙ্ক এ টাকা রাখলে আর পাবেন, না গোবর্ধন পাবেন”। বর্ধমানের মানুষকে মমতা বর্ধমানের অশান্তির কথা মনে করে দিয়ে বলেন “এই বর্ধমানে প্রার্থী পদ নিয়ে আগুন লাগিয়ে ছিল বিজেপি। এমন দাঙ্গা লাগিয়েছিল যে গোটা বর্ধমান টাউন কেঁপে গেছিল”। মমতা বলেন “বিজেপি কে ভোট দেওয়া মানে সর্বনাশকে ডেকে আনা। ওদের সন্ত্রাস দেখলে আমার সাইবাড়ি সন্ত্রাসের কথা মনে পড়ে”। 

নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল নেত্রী বলেন “আমি গোল্ড কার্ডে চলে যাব কোড অফ কন্ডাক্ট খেতে খেতে তবু বাংলার মানুষের পাশেই থাকব” 

ভিডিয়ো