নিজস্ব প্রতিনিধি, নদীয়া - করোনা মহামারীর আতঙ্ক এখনও কাটেনি। তবে তাতে কী? মা দুর্গার আগমনের আর বাকি মাস তিনেক! তাই দেবীর মূর্তির প্রস্তুতি চলছে নদীয়ার শান্তিপুরের সাহাপাড়া স্ট্রিটের বাসিন্দা শুভজিৎ দে'র বাড়িতে। শুভজিতের তৈরি দুর্গা প্রতিমা এবারে প্রথমবার পাড়ি দিচ্ছে বিদেশে। তারই প্রস্তুতিতে দিনরাত এক করে দুর্গাদেবীর মূর্তি তৈরি করছেন তন্তুবায় পরিবারের সন্তান শুভজিৎ।
তাঁতি পরিবারের সন্তান শুভজিৎ।শুভজিতের বাবা নবকুমার দে একজন স্বর্ণকার। বংশের কারও সঙ্গে মূর্তি তৈরির যোগ সম্পর্ক নেই। তবে কুম্ভকার পরিবারের সন্তান না হলেও শুভজিতের মূর্তি তৈরির প্রতিভা গোপন থাকেনি। কখনও আটা দিয়ে আবার কখনও কাদা দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করতেন তিনি, এবং সেগুলিকে ক্রমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন। সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভজিতের সাথে যোগাযোগ হয় কানাডার এক প্রবাসী বাঙালি ভদ্রলোকের। তিনি শুভজিৎ কে একটি সুন্দর দুর্গামূর্তি তৈরির প্রস্তাব দেন। কার্যত সেই দুর্গা মূর্তি তৈরির কাজে প্রায় এক মাস ধরে লেগে পড়ে শুভজিৎ। সেই বাক্সবন্দী মূর্তি আপাতত কানাডায় রওনা হওয়ার অপেক্ষায়।
শুভজিৎ বলেন,"কাঠে বাক্সবন্দি করে মাটির মূর্তি পাঠানোর চেষ্টা করা হলেও তা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ফাইবারের ইপোক্সি কম্পাউন্ডারে মূর্তি তৈরি করা হয়েছে। মূর্তিটি দু'ফুট লম্বা ও দু'ফুট চওড়া, যা তৈরি করতে এক মাসের মতো সময় লেগেছে"।
ছেলের সাফল্যে গর্বিত বাবা ও মা বলেন,"ছোটবেলা থেকেই ছেলের মূর্তি বানানোর প্রতিভা ছিল তবে তার প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে পারিনি। পড়াশোনার ফাঁকে ফুরসত পেলেই কখনও আটা,কখনও আবার কাদামাটি দিয়ে শুভ ছোটখাটো মূর্তি বানাতো।আগ্রহের কারনেই আজ অনেক সাফল্য পেল শুভ। তার তৈরি মূর্তি বিদেশে পাড়ি দিচ্ছে যা আমাদের গর্বের কারণ। আমরা যথাসাধ্য চেষ্টা করি ওর পাশে থেকে সহযোগিতা করার, আর আগামীদিনেও করবো"।
চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রায় তলানিতে
শুরু হয়েছে উদ্ধারকাজ, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা পাক প্রশাসনের
প্রায় ৫ লক্ষ টাকার শাড়ি পুড়ে ছাই
উন্নত দেশগুলো যখন হিমশিম খাচ্ছে, তারপরও আমাদের অর্থনীতির গতিধারা অব্যাহত রেখেছি , দাবি হাসিনার
কারা বসে রয়েছে পর্ষদে , কী করে হয় দুর্নীতি , হুঙ্কার বিচারপতির
আজকের কর্মবিরতির পরেও যদি কোনো সাড়া না পাওয়া যায় , তবে আরও বৃহত্তর আন্দোলন হবে , হুঁশিয়ারি আন্দোলন কারীদের
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বসেরা ভারত
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল
বিশ্বকাপ জিতেছেন, আবেগ কি আর বাধ মানে?
চোখের সামনে বিস্ফোরণ , এখনো তীব্র আতঙ্কে শিশুটি
মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করুন ঘরোয়া পদ্ধতিতে তৈরি ঘিয়ের ফেসপ্যাক
পার্থকে ছাঁটতে সাত দিন নিয়েছিল , কেষ্টকে ছাঁটতে সাত মাস লাগল , কটাক্ষ দিলীপের
পীরজাদার টুপি খুলে টেনেহিঁচড়ে নিয়ে গিয়েছে , এবার বুঝুন কাকে এনেছেন , আইএসকে বার্তা শুভেন্দুর
বিশ্বচ্যাম্পিয়নদের বাড়ির ফেরার অপেক্ষায় পরিবার
নিরামিষ শুক্তো মুখে স্বাদ ফেরাতে না পারলে তাদের বানিয়ে দিতে পারেন মাছের শুক্তো