দলীয় প্রার্থী নিয়ে এবার ক্ষোভ ছড়ালো কংগ্রেসেও

মার্চ ২২, ২০২১ বিকাল ০৭:৫৪ IST

নিজস্ব প্রতিনিধি, মালদা - প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ প্রদর্শন করলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। দক্ষিণ মালদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী নাজিমা খাতুনকে প্রার্থী পদ থেকে সরানোর দাবিতে সোমবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় ইংরেজবাজারের কোতুয়ালি এলাকায়।

কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি আবু হাশেম খান চৌধুরীর বাসভবন ঘেরাও করে উত্তেজিত কংগ্রেস কর্মীরা। প্রার্থী পরিবর্তন করার দাবিতে রতুয়া দু'নম্বর ব্লকের কংগ্রেস কর্মীরা আবু হাশেম এর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। উত্তেজিত কংগ্রেস কর্মীরা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে।

স্থানীয় তৃণমূল কর্মীর দাবি, "জেলা সভাপতি টাকার বিনিময় প্রার্থী করা হয়েছে নাজিমা খাতুনকে। এই প্রার্থীকে আমরা মানছি না মানবো না"।
জেলা সভাপতি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ভিডিয়ো

Kitchen accessories online