অমৃতবাজার এক্সক্লুসিভ, স্নেহা কুন্ডু - ত্বকে উজ্জ্বলতা আনতে মৃত কোষকে সরিয়ে ফেলার গুরুত্ব রয়েছে। ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চিনি আর মধু আপনাকে দেবে ভরসা। এই চিনি ও মধু দ্বারা ঠোঁটের স্ক্রাব আপনার ঠোঁটকে করবে সুন্দর ও আকর্ষণীয়।এর সঙ্গে আপনার ঠোঁটের কালো দাগকে দুর করবে। তাই দেখে নিন কিভাবে বানাবেন ঠোঁটের স্ক্রাব।
পদ্ধতি - প্রথমে মধু আর চিনির সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে মিনিট দশেক আলতোভাবে ঠোঁটে মেখে নিতে হবে। এই মিশ্রণ আপনার ঠোঁটকে উজ্জ্বল করতে সাহায্য করে সঙ্গে আপনারা ঠোঁটের কালচে দাগকে দুর করতে সাহায্য করে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।