ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে চিনি ও মধু

মে ২৬, ২০২৩ রাত ১২:৩৩ IST
646f82813a44f_images - 2023-05-25T211228.543

অমৃতবাজার এক্সক্লুসিভ, স্নেহা কুন্ডু - ত্বকে উজ্জ্বলতা আনতে মৃত কোষকে সরিয়ে ফেলার গুরুত্ব রয়েছে। ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চিনি আর মধু আপনাকে দেবে ভরসা। এই চিনি ও মধু দ্বারা ঠোঁটের স্ক্রাব আপনার ঠোঁটকে করবে সুন্দর ও আকর্ষণীয়।এর সঙ্গে আপনার ঠোঁটের কালো দাগকে দুর করবে। তাই দেখে নিন কিভাবে বানাবেন ঠোঁটের স্ক্রাব। 

পদ্ধতি - প্রথমে মধু আর চিনির সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে মিনিট দশেক আলতোভাবে ঠোঁটে মেখে নিতে হবে। এই মিশ্রণ আপনার ঠোঁটকে উজ্জ্বল করতে সাহায্য করে সঙ্গে আপনারা ঠোঁটের কালচে দাগকে দুর করতে সাহায্য করে।

ভিডিয়ো

Kitchen accessories online