নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - কালবৈশাখীর কারণে গরমের হাত থেকে সামান্য স্বস্তি মিললেও, ঝড়ের কারণে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকা। এদিন ঝড়ের কারণে তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বুনিয়াদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড আম্বয় এলাকা।বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পরেছেন এলাকাবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত তিন দিনে কালবৈশাখী ঝড়ের জেরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে অত্যধিক ঝড়ের জেরে বাড়িঘর ভেঙেছে অল্প বিস্তর। পাশাপাশি কোথাও কোথাও গাছ ভেঙে পরে বৈদ্যুতিক পোল সহ বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের উদ্যোগে বৈদ্যুতিক তার সহ পোল মেরামতের মাধ্যমে সচল করা হয়েছে বৈদ্যুতিক ব্যবস্থা।
কিন্তু বুনিয়াদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড আম্বয় এলাকা ঝড়ের পর তিনদিন ধরে এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন। বাসিন্দাদের অভিযোগ বারবার বুনিয়াদপুর বৈদ্যুতিক অফিসে ফোন করা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। তিনদিন ধরে বৈদ্যুতিক সংযোগ না থাকার ফলে এলাকার মানুষজনদের বেশিরভাগেরই মোবাইল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বন্ধ সব রকম ইলেকট্রনিক্স সামগ্রী এবং পানীয় জলের ব্যবস্থা।
স্থানীয় বাসিন্দা সুলদা বালা জানিয়েছেন, 'গত তিনদিন ধরে ঝড়ের কারণে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। যার ফলে আমাদের পানীয় জল থেকে শুরু করে রান্নাবান্না, এমনকি বাচ্চাদের নিয়ে এই গরমে থাকা সবেতেই কষ্ট হচ্ছে।বিদ্যুৎ দফতরে জানিয়েও কোনো লাভ হয়নি। দেখা যাক কবে এই বিদ্যুৎ পরিষেবা ঠিক হয়'।
মতি দেব শর্মা নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, 'বিদ্যুৎ দফতর কে এই বিষয়ে জানালেও কোন উপকার হয় নি। প্রায় তিন দিন হয়ে গেল তারা এই বিদ্যুৎ পরিষেবা ঠিক করার কোনো উদ্যোগ নেয়নি। পাশের এলাকা থেকে আমাদের মোবাইল ফোনে চার্জ করিয়ে আনতে হচ্ছে। আমাদের সমস্যার সমাধান তাড়াতাড়ি করে দিলে ভালো হতো'।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব যোগা কাপে অংশ নিয়েছিলেন তিনি
প্রথম দিন পরীক্ষা দিলেও দ্বিতীয় দিনে একজন পড়ুয়াও আসেনি
ভারি বৃষ্টি হতেই ২০১৭ সালের বন্যা পরিস্থিতিকে স্মরণ করে দুশ্চিন্তায় এলাকার মানুষ
মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা অনুদান আমির খানের
পুরসভার মহিলা কর্মীদেরকেও ধরে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে